প্রথম বঙ্গবন্ধু গ্র্যান্ড পেলেন যারা

১৭ অক্টোবর, ২০১৯ ১২:৪২  
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিনদিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলার সমাপনীতে প্রথম বঙ্গবন্ধু উদ্ভাবনী অনুদান (বিআইজি) পেলেন ১০ তরুণ উদ্ভাবক। মেলা চলাকালে হল অব ফেমে চূড়ান্ত পিচিং সেশনে নিজেদের উদ্ভাবনার কার্যকারিতা উপস্থাপনের মাধ্যমে ১০ লাখ টাকা করে অনুদান পান তারা। বিজয়ী উদ্ভাবনগুলো হলো- গলিবয় রানাদের মতো তৃণমূলের শিল্পিদের প্রোমট করতে অনলাইন প্লাটফর্ম তৈরি করে টিম ব্লাকবোর্ড। এই দলের সদস্যরা হলেন-মাহমুদ হাসান, রায়হান উদ্দিন ও রানা মৃধা। ইমেজ প্রসেস করে চর্ম রোগ শনাক্তকরণ অ্যাপ উন্নয়ন করে দিয়ে কগনিশান ডট এআই। এই দলের সদস্যরা হলেন-ফারজানা ইয়াসমিন, প্রাপ্তি ও গাউসুল আজম। এমআইটি, হার্ভার্ডের মতো বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন প্লাটফর্ম ক্রস রোড ইনিটিয়েটিভ। এই পুরস্কারটি পেয়েছেন-লামিয়া তানজিন। মোবাইল অ্যাপ থেকে কফির দাম পরিশোধ করার পদ্ধতি ডিজিটং। এই দলে আছেন-তানজিম হাসান, মোহাইমিনুল ইসলাম ও জুনায়েদ তাহমিদ। শিশুদের শিক্ষা দিতে সক্ষম এআই রোবট তৈরি করে এডু বট। এটি তৈরি করেছেন- এ এস এম আহসানুল সরকার ও এমরান হোসেন। সস্তায় স্কেটিং করার জুতা- ইলেকট্রিক স্কেটেবল ওয়াকেবল শু। এটি বানিয়েছেন-মুহাইমিনুল হক ও মাহমুদুল হক। রাজশাহীতে ফ্রি ডেলিভারি-তে অনলাইনে বই ফেরি করার প্লাটফর্ম অবসর। এই দলের সদস্যরা হলেন-এ বি এম ইফতেখার আহমেদ ও মাহির আশেফ। অন্ধদের জন্য যে কোনো ধরনের ফিজিক্যাল নোটিফিকেশন দেয়ার সাদা ছড়ি উদ্ভাবন করে ভিশন আইটি। জয়ীরা হলেন-ফাহিম ইসলাম, রাহাত জামান ও মো. জারির হোসেন। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল টেস্টিংয়ে ব্যবহৃত ইলেকট্রিসিটি মেশিন ওয়ার্ল্ড এক্সাম্পল। এটি তৈরি করেছেন মো. মেহেদী হাসান ও মো. মোহসিন। অনলাইন মার্কেট প্লেস ঝুপড়ি ডটকম। এটি তৈরি করেছেন মো. তানভীর আলম, মাশরুর রাশিক ও কেশব কুমার।   বুধবার রাতে (১৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অনুদানের নমুনা চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ উইটসা প্রেসিডেন্ট ড. জেমস এইচ পয়েসন্ট, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হাইটেক পার্ক কতৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, বিসিএস মহাসচিব মোঃ শাহিদ-উল-মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।